সেনা শাসনের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা মাহফুজ


অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে সেনাশাসন আসার কোনো প্রেক্ষিত নেই। আমরা আগেই বলেছিলাম, ১/১১ চাই না। ১/১১ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, আমি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিত্ব করছি, কোনোরকম রাজনৈতিক পক্ষপাত করতে চাই না। রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবে করবেন। বাংলাদেশপন্থী কারো সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু দিল্লির তাঁবেদারি করার কোনো প্রচেষ্টা করা হলে বিরোধ হবেই।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমাদের মধ্যে ঐক্যের ঘাটতি রয়ে গেছে। আমরা এখনো বুঝতে পারিনি, আওয়ামী লীগ শুধু রাজনৈতিকভাবে পরাজয় বরণ করে শেষ হয়ে যায়নি বরং দিল্লির কোলে আশ্রয় নিয়ে তারা ফোঁস ফোঁস করছে।

মাহফুজ আলম বলেন, আমরা কোনো রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমাদের ছাত্র-জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছে। আমাদের কারো তাঁবেদারি করার দরকার নেই। রাজনৈতিক দলগুলোকে সংস্কারের কাজে সহযোগিতা করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, যে প্রতিষ্ঠানগুলো ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রেখেছিলো সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচনে যেতে পারি না। ফ্যাসিবাদ হাসিনার দালালদের উৎখাত করেই আমাদের নির্বাচনে যেতে হবে।

Post a Comment

Previous Post Next Post