রাজবাড়ীর গোয়ালন্দে বসতঘরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকা স্কুলছাত্র নিতুন সরকার (১৪) শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানল। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিতুনের বাবা নিমাই সরকার জানান, আগুনে নিতুনের শরীরের প্রায় ৪৪ শতাংশ পুড়ে গিয়েছিল, পাশাপাশি কিডনিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ চিকিৎসার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
গত ২৮ জানুয়ারি বিকেলে গোয়ালন্দ পৌরসভার ইউসুফ আলী বেপারীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। নিতুন ওই বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকত। আগুন লাগার সময় সে ঘরের ভেতর আটকা পড়ে যায়। স্থানীয়রা দ্রুত ছুটে এসে ঘরের দেয়াল ভেঙে তাকে উদ্ধার করে গুরুতর দগ্ধ অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিতুন সরকার ফরিদপুরের মধুখালীর নিমাই সরকারের ছেলে। সে গোয়ালন্দের লোটাস কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এমন এক মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যু তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সবাইকে শোকে স্তব্ধ করে দিয়েছে। স্থানীয়রা এই দুর্ঘটনার যথাযথ তদন্ত ও নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।
Post a Comment