সারাজীবনই শেখ সাদীকে ছ্যাঁকা দেবেন পরীমণি, জানালেন নিজেই


 শোবিজে জোর গতিতে বাইছে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের গুঞ্জন! আর এই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে নায়িকা নিজেই। পরী তার ফেসবুকে নিয়মিত শেয়ার করছেন সাদীর গান। সঙ্গে লিখছেন নানা কথাও। তারই ধারাবাহিকতায় গত সোমবার(১২ ফেব্রুয়ারি) নায়িকা তার ফেসবুক পেজে শেয়ার করেন সাদীর নতুন গান 'মনে নাই দয়া'। সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়ে ছোট একটি ক্যাপশনও দিয়েছেন।


পরীমণির সেই ফেসবুক পোস্টে একজন মন্তব্য করেছেন, 'এভাবে সাদী ভাইকে ছ্যাঁকাটা না দিলেও হতো, পরী।'


এমন মন্তব্যে চুপ থাকেননি পরী। উত্তরে লিখেছেন,'কেবল তো শুরু, সারাজীবনই দেব।' নায়িকার উত্তরে অনেকেই তাদের রিঅ্যাকশন দিয়েছেন।


পরীর পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়েছেন গায়ক শেখ সাদী। এমন ইমোজিতে সন্তুষ্ট হননি পরীমণি, তা বোঝা গেছে মন্তব্যে। পাল্টা মন্তব্যে তিনি লিখেছেন, 'লাল লাগবে আমার।'


বলা দরকার, ছয় বছর আগে 'ললনা' শিরোনামের গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদী। এরপর নিজের ইউটিউব চ্যানেলে প্রায়ই গান প্রকাশ করেছেন এই গায়ক। তবে আলোচনায় ছিলেন না খুব একটা। সম্প্রতি পরীমণির মামলায় জামিনদার হয়ে আলোচনায় এসেছেন তরুণ এই গায়ক।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post