স্ত্রীকে ধর্ষণের প্রতিশোধ নিতে বন্ধুকে খুন করে থানায় হাজির যুবক

 


স্ত্রীকে ধর্ষণের দায়ে নেত্রকোনার কলমাকান্দায় রাজিব তালুকদার (৩৮) নামে বন্ধুকে খুন করেছে অপর বন্ধু দ্বীপ। পুলিশ ও এলাকাবাসী জানায়, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুক্রবার পাশের রাস্তায় রাজীবের লাশ পড়ে থাকতে দেখে থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

এসময় হত্যার দায়ে জড়িত সন্দেহে তার ঘনিষ্ট বন্ধু দ্বীপকে আটক করে পুলিশ।

নিহত রাজিব তালুকদার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বাউসারী গ্রামের রামকৃষ্ণ তালুকদারের ছেলে।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, রাজীব খুনের ঘটনায় দ্বীপ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দ্বীপ জানিয়েছে সে তার বন্ধু রাজিবকে খুন করেছে। তার দেওয়া তথ্য মতে খুনের কাজে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

দ্বীপ আরও জানায়, রাজিব এবং দ্বীপ ভালো বন্ধু ছিল। তারা একই সাথে চলাফেরা করতো। তবে দুই বন্ধুই মাদক সেবন করত। সে সুবাদে রাজিব দ্বীপের বাড়িতে প্রায়শই যাওয়া-আসা করত। দ্বীপের অনুপস্থিতিতে রাজিব তার বাড়িতে গিয়ে প্রায়ই তার সুন্দরী স্ত্রীকে কুপ্রস্তাব দিত। কয়েক দিন আগে রাজিব দ্বীপের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে খালি ঘরে তার স্ত্রীকে ধর্ষণ করে। দ্বীপ বাড়িতে আসার পর স্ত্রী তাকে ঘটনাটি জানায়। এ ঘটনায় দ্বীপ ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাতে রাজিবকে কৌশলে ডেকে নিয়ে পাশের এলাকা গোবিন্দপুরে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে রাখে।

মরদেহর সুরতহাল তৈরি করে করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post