মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পুচং শহরের একটি ফুড কোর্টে অভিযান চালিয়ে ৯ বাংলাদেশিসহ ৫৮ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার (৫ জানুয়ারি) যৌথ অভিযানে এসব অভিবাসীদের আটক করা হয়।
দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০২ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৫৮ জন অভিবাসীর বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এদের মধ্যে কেউ কেউ মালয়েশিয়ায় অতিরিক্ত সময় অবস্থান, অস্থায়ী কাজের পাসের অপব্যবহার এবং অবৈধ ব্যবসা পরিচালনা করছিল।
তিনি আরও বলেন, আটকদের মধ্যে ৪১ জন মায়ানমার, ৩ জন ইন্দোনেশিয়ান, ৯ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় এবং একজন ভিয়েতনামের নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ৪০ বছর। বর্তমানে তাদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।
Post a Comment