প্রবাসীর মেয়েকে জিম্মি করে চাঁদা দাবি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

 


বগুড়ার ধুনট উপজেলায় এক প্রবাসীর মেয়েকে জিম্মি রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে বাড়ির আসবাব ভাঙচুর করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় আল-আমিন (২৭) নামের ওই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রবিবার সন্ধ্যায় সেনাবাহিনী অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত আসামিকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আল-আমিন উপজেলার উত্তর নান্দিয়ারপাড়া গ্রামের ছামাদ সরকারের ছেলে। তিনি ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি গ্রামের এক প্রবাসী জীবিকার তাগিদে দুবাই অবস্থান করেন। তার স্ত্রী স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে সোনাহাটা বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।

মেয়েটি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
অন্যান্য দিনের মতো গত ২৯ জানুয়ারি সকাল ১১টায় মেয়েটি স্কুল থেকে ভাড়া বাসায় ফেরে। এ সময় ওই বাসায় মেয়েটির মা উপস্থিত ছিলেন না। এ সুযোগে আল-আমিন ও তার ২ সহযোগী প্রবাসীর বাসায় এক যুবককে প্রবেশ করিয়ে দরজায় তালা লাগিয়ে দেন।

ওই যুবকসহ মেয়েটিকে বাসায় জিম্মি করে তারা প্রবাসীর স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
কিন্ত চাঁদার টাকা না পেয়ে তারা বাসার আসবাব ভাঙচুর করে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ওই দিন আল-আমিনসহ তিনজনের বিরুদ্ধে থানা ও সেনাক্যাম্পে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।

ধুনট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, প্রবাসীর স্ত্রীর করা মামলায় আল-আমিনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post