ধরা খেল ছাত্রলীগ নেতা, পিটুনি দিয়ে পুলিশে দিলো ছাত্র-জনতা


পাবনায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খানের বাড়ি ভাঙচুরের সময় গোপনে ভিডিও ধারণ করায় পৌর ছাত্রলীগ নেতা কাজী তুষারকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে শহরের শালগাড়িয়ায় পাবনা জেনারেল হাসপাতাল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

আটক তুষার পৌর সদরের শালগাড়িয়া শাপলা প্লাষ্টিক মোড় এলাকার কাজী সুলতানের ছেলে। তিনি পাবনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলের দিকে শহরের গোডাউন মোড়ে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে দু’জন শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন ছাত্র-জনতা। ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়া হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উৎসুক জনতা হিসেবে গোপনে ভাঙচুর ও অগ্নিসংযোগ দেখতে এবং ছবি তুলছিলেন কাজী তুষার।

এ সময় ছাত্র-জনতার একজন তাকে দেখে চিনে ফেলে। তখন ছাত্র-জনতা ধাওয়া দিলে তিনি পাশের জালাল মেমোরিয়াল হাসপাতালে ঢুকে পড়ে। সেখানে ছাত্র-জনতা তাকে ঘিরে ধরে। বিষয়টি বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সেখান থেকে বের করে দিলে ছাত্র-জনতা ব্যাপক গণপিটুনি দেয়। এরপর তুষার দৌঁড়ে পাশের পশ্চিম শালগাড়িয়া জামে মসজিদে ঢুকে পড়ে। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে আমরা আহতাবস্থায় তুষারকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post