ডেকে নিয়ে শিবিরের ওয়ার্ড সভাপতিকে কু'পিয়েছে ছাত্রদল’

 


গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তামীরুল মিল্লাত কামিল মাদরাসার এক শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে ছাত্রদল কর্মীরা। এতে গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষার্থী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র জানায়, আলিম দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বিকে (১৯) একই মাদ্রাসার আলিম-১ম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্তী ও ছাত্রদল কর্মী ভূইয়া মামুন গাজীপুরা বাসস্ট্যান্ডের পাশের বাশপট্টিতে ডেকে নিয়ে যান।


সেখানে আগে থেকেই ছাত্রদলের কয়েকজন কর্মী অবস্থান করছিলেন। ফজলে রাব্বি পৌঁছানোর পর তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post