Top News

চট্টগ্রামের সেই অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ১। অপহরণের আসল রহস্য


 চট্টগ্রাম নগরীর এ কে খান মোড় থেকে গত শনিবার সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে অপহরণ চক্রের সদস্যরা। পরে পুলিশের অভিযানে উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকে। এ সময় পুলিশের হাতে ধরা পড়ে অপহরণ চক্রের এক সদস্য। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বাকিরা। মঙ্গলবার ভোরে নগরের কর্নেলহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ।


গ্রেপ্তার ওই অপহরণকারীর নাম নিজাম উদ্দিন রাসেল (৩০)। গত সোমবার রাতে নগরের এ কে খান মোড় থেকে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ী অপহরণের শিকার হন। এরপর সিরাজের পরিবারের সদস্যদের মোবাইলে কল দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে তার পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। টেঙিতে করে ওই ব্যবসায়ীকে নিয়ে নগরের কাট্টলী সাগরপাড় ও কর্নেলহাট এলাকায় ঘুরাঘুরি করছিল অপহরণকারীরা।

এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, ‘পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করার বিষয়টি টের পেলে সিরাজকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে পুলিশ অভিযান চালিয়ে অপহরণের সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post