সিরাজগঞ্জে নিখোঁজ ২ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

 


বন্ধুর বাড়িতে বেড়াতে এসে সিরাজগঞ্জের কামারখন্দে গোসলে নেমে ৩ বন্ধু নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে রাজশাহী ডুবুরী দলের সদস্যরা। 


রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ঝাঁটিবেলাই এলাকা থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে, নিখোঁজের চার ঘণ্টার পর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাফিন ইসলাম (১৫) নামে একজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস।

উদ্ধার হওয়া স্কুল শিক্ষার্থীরা হলেন- সিরাজগঞ্জ শহরের মাসুমপুর মহল্লার ইমরুল হাসান সোহেলের ছেলে সারজিল (১৬) ও বাহিরগোলা ঘোষপাড়া মহল্লার মৃত বিশ্বজিৎ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৫)। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post