শরীয়তপুর পার্কের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল 'শেখ এর বেটি আসবেই'!


 শরীয়তপুর জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত পার্কের ডিজিটাল স্ক্রিনে এবার ভেসে উঠলো 'শেখ এর বেটি আসবেই জয় বাংলা জয় শেখ হাসিনা।' ইতোমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে 'শরীয়তপুর জেলা ছাত্রলীগ' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওতে ছাড়া হয়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির মাঠের পূর্ব পাশে জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত শরীয়তপুর পার্ক। পার্কটি মূলত শিশুদের জন্য। পার্কটির প্রবেশপথের ডানপাশে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের উপরের ডিজিটাল স্ক্রিনে শেখ এর বেটি আসবেই, জয় বাংলা, জয় শেখ হাসিনা' লেখাটি প্রদর্শিত হয়। এরপর ভিডিওটি গতকাল রোববার আনুমানিক দুপুর ৩টার দিকে 'শরীয়তপুর জেলা ছাত্রলীগ' নামের আইডি থেকে আপলোড করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, শরীয়তপুর শিল্পকলা শিশুপার্কের সামনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ১৯ সেকেন্ডের ভিডিওটি এখন পর্যন্ত অন্তত ৮ হাজারের উপরে ভিউ হয়েছে। এছাড়াও ভিডিও ৫৯ বার শেয়ার হয়েছে, ২৯০টি রিয়াক্ট ও ৫৯জন মানুষ মন্তব্য করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামীকালকের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিবে। এছাড়া সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post